বীরমুক্তিযোদ্ধা শাহ আবু তাহের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

বিজয়নগর নিউজ ডেস্ক:- জাতির সুর্ষ সন্তানও বীর মুক্তিযোদ্ধা শাহ আবু তাহেরে’র দাফন সম্পন্ন হয়েছে। গত রোববার সকাল দশটায় রাষ্ট্রীয় মর্যাদায় সরাইল উপজেলা আলী নগর পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এর প্রতিনিধি হিসেবে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খানের নেতৃত্বে একদল চৌকুষ পুলিশ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার করে পুষ্প স্তবক দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন ।এ-সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সরাইল থানা ওসি (তদন্ত ) মোঃ শফিকুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা ও বি, এন,পি নেতা  শাহ আবু তাহেরে’র জানাযা’য়  দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।পারিবারিক সুত্রে জানান,শনিবার(১২ডিসেম্বর) বিকাল ৪টা ৫মিনিটে উপজেলা সদরের আলীনগর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে  ইন্তেকাল বরণ করেন।( ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী,তিন পুত্র ও চার কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠা লগ্নে ও দলের বর্ষিয়ান নেতা ছিলেন।