বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা তা মেনে নেওয়া য়ায় না হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

আজ শনিবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ৮ ডিসেম্বর, ব্রাক্ষণবাড়িয়া মুক্ত দিবসের দিনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার নাগ এর বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট ও পরিবারের প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের দিলীপ নাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটর সভাপতি, সাবেক এমপি,বীর মুক্তিযোদ্ধা উষাতন তালুকদার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগাঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উত্তম চক্রবর্তী, দপ্তর সম্পাদক সুবির দত্ত, এছাড়াও বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক প্রদ্যুৎ নাগ, যুগ্ন সম্পাদক এডঃ আদেশ দেব,সাংগাঠনিক সম্পাদক খোকন কান্তি আচায্য, জেলা জাসদের সভাপতি এডঃ আকতার হোসেন সাঈদ,জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি এডঃ কাজী মাসুদ আহম্মেদ, ঘাতক দালান নির্মুল কমিটির আইন সম্পাদক এডঃ নাছির মিয়া,জেলা বাসদের আহব্বায়ক প্রবীর চৌধূরী রিপন,জেলা হিন্দু মহাজোটের সভাপতি জয় শংকর চক্রবর্তী, জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক রতন কান্তি দত্ত প্রমুখ।সভা পরিচালনা সংগঠনের সাংগাঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক দুলাল।মানববন্দনে বক্তাগন বলেন, সারা দেশে একের পর এক ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে আমরা কোন প্রতিকার পাচ্ছিনা এরই ধারাবাহিকতায় শাহবাজপুরে নাগ বড়ীতে হামলাটি হয়েছে।এ হামলাকারীদের নামে যে মামলা হয়েছে তা দ্রুত বিচার আইনের আওতায় আনার দাবী জানান।আগামী সাত দিনের মধ্যে সকল আসামীদেরকে গ্রেপ্তার করা না হলে সারাদেশে আবরেধের কর্মসুচী দেওয়া হবে।আমরা এদেশে আইনের শাষন প্রতিষ্ঠা চাই।বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা আমরা তা মেনে নিতে পারি না।রাজাকাররা অতীতেও সংখ্যালঘুদের উপর হামলা করেছে এখনও তা অব্যহত আছে। এ হামলা যে পরিকল্পিত, তা প্রমান করে ব্রাক্ষণবাড়িয়া মৃুক্ত দিবসের দিনে মুক্তিযুদ্ধার বাড়ীতে হামলা।