বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর বিরুদ্ধে কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ ও সমাবেশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অপপ্রচারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার বেলা ১১টায় জেলা শহরের ফারুকী পার্কে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারী ফোরামের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ প্রতিপাদ্যে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ শফিউল আযম। জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিভিল সার্জন একরাম উল্লাহ, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিকুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আহমেদ, সমাজ সেবার উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক পল্লব চক্রবর্তী। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। সমাবেশে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। Related posts:মুহম্মদ মুসা ও এডভোকেট হুমায়ুন কবিরের রুহের মাগফেরাত কামনায়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দোয়া ও মিলা...শিক্ষকদের কাছে চাঁদা চাইতে গিয়ে স্থানীয় পত্রিকার সম্পাদক আটক"সমগ্র ব্রাহ্মণবাড়িয়ার ওপর কেউ অযৌক্তিক ভাবে কিছু চাপানোর অপপ্রয়াস চালালে সেই জেলার বাসিন্দা হিসে... Post Views: ২৭১ SHARES আইন-আদালত বিষয়: