বিজয়নগরে মুক্তিযুদ্ধা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ বিজয়নগর নিউজ ডেস্ক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধা সৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। ১৯৭১ সালের সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলাকে উপলক্ষ করে এলাকায় সাজ সাজ রব পড়ে যায়। চান্দুরা ইউপির কৃতিসন্তান ও সজীব ওয়াজেদ জয় পরিষদ বিজয়নগর শাখার সভাপতি জহিরুল ইসলাম মঞ্জুর পৃষ্টপোষকতায় টুর্নামেন্টটির আয়োজন করা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃনাল চৌধুরী লিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়নগর উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক ও আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরষপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগ এর মনোনয়নের অন্যতম দাবিদার বিশিষ্ট ব্যবসায়ী রাজীব চন্দ্র বণিক (রাজু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী সুমন রেজা, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আল আমিন, উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক – ১ কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম, প্রমুখ। Related posts:ভুল চিকিৎসায় জন্য ডিউকসহ ৩ চিকিৎসক কারাগারেনির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান আহমেদকে আজীবন সদস্য পএ তুলে দেন মৃণাল চৌধুরী লিটনআজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন Post Views: ৫৮৮ SHARES খেলাধুলা বিষয়: