আজ বাঘা যতীনের জন্মদিন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন)ছিলেন একজন বাঙালি ব্রিটিশ-বিরোধী সশস্ত্র বিপ্লবী নেতা। তিনি বাঘা যতীন নামেই সকলের কাছে সমাধিক পরিচিত। ভারতে ব্রিটিশ-বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। বাঘা যতীন ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা। সশস্ত্র সংগ্রামের এক পর্যায়ে সম্মুখ যুদ্ধে উড়িষ্যার বালেশ্বরে তিনি গুরুতর আহত হন এবং বালাসোর হাসপাতালে মৃত্যুবরণ করেন। এন্ট্রান্স পরীক্ষা পাস করার পর তিনি সাঁটলিপি ও টাইপ শেখেন এবং পরবর্তী সময়ে বেঙ্গল গভর্নমেন্টের স্ট্যানোগ্রাফার হিসেবে নিযুক্ত হন। যতীন ছিলেন শক্ত-সমর্থ ও নির্ভীক চিত্তধারী এক যুবক। অচিরেই তিনি একজন আন্তরিক, সৎ, অনুগত এবং পরিশ্রমী কর্মচারী হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেন। একই সঙ্গে তাঁর মধ্যে দৃঢ আত্মমর্যাদা ও জাতীয়তাবোধ জন্মেছিল। বাঘা যতীনের জন্ম ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর কুষ্টিয়া জেলার কয়া গ্রামে। তাঁর পিতার নাম উমেশচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতার নাম শরৎশশী। ঝিনাইদহ জেলায় পৈত্রিক বাড়িতে তাঁর ছেলেবেলা কাটে। ৫ বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। মা এবং বড় বোন বিনোদবালার সাথে তিনি মাতামহের বাড়ি কয়াগ্রামে চলে যান। যতীন শৈশব থেকেই শারীরিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন। শুধুমাত্র একটি ছোরা নিয়ে তিনি একাই একটি বাঘকে হত্যা করতে সক্ষম হন বলে তাঁর নাম রটে যায় বাঘা যতীন। বাঘা যতীনের জীবনকাহিনী নিয়ে বাংলা সিনেমা ‘বাঘা যতীন’ প্রকাশিত হয় ১৯৫৮ সালে। অভিনয় করেন ধীরাজ ভট্টাচার্য, নিমু ভৌমিক, ছায়া দেবী প্রমুখ। ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আজ তাঁর জন্মবার্ষিকী। আজকের এইদিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। Related posts:ব্রাহ্মনবাড়িয়ায় দ্রুত রেল সেবা চালু ও হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবীতে জেলা ওয়ার্কার্স পার্ট...বিজয়নগর উপজেলায় স্বপ্নের ঘর পাচ্ছেন ১০০ পরিবারমুক্তিযোদ্বা ছায়েরা বেগমের তথ্যের ভিত্তিতে মুকুন্দপুর মুক্ত হয় Post Views: ৩৪৭ SHARES আন্তর্জাতিক বিষয়: