ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু আর নেই। বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০ বিনম্র শ্রদ্ধা। রওশন আরা ১৯৩২ সালের ১৭ ডিসেম্বর সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ার উছলাপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৪৭ সালে পিরোজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ১৯৪৮ সালে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে দর্শনে অনার্স করেন। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি। দর্শন দ্বিতীয় বর্ষে পড়ার সময় যুক্ত হন ভাষা আন্দোলনের সঙ্গে। ভাষার দাবিতে ছাত্রীদের সংগঠিত করতে ভূমিকা রাখেন তিনি। তিনি ইডেন মহিলা কলেজ এবং বাংলাবাজার বালিকা বিদ্যালয় এর ছাত্রীদের সংগঠিত করে আমতলার সমাবেশ স্থলে নিয়ে আসেন। এখান থেকেই ছাত্রনেতারা ১৪৪ ধারা ভঙ্গের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তারা ব্যারিকেড টপকিয়ে মিছিল নিয়ে এগুনোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধার মুখে ব্যরিকেড টপকানো বেশ কঠিন ছিলো। রওশন আরা বাচ্চু তার দলের সবাইকে নিয়ে পুলিশ ব্যারিকেড ভেঙ্গার দুঃসাহস দেখান। এসময় পুলিশ লাঠিচার্জ করলে অনেকের সঙ্গে তিনিও আহত হন। রওশন আরা বাচ্চু ১৯৬৫ সালে বি এড এবং ১৯৭৪ সালে ইতিহাসে এম এ করেন। তিনি সলিমুল্লাহ মুসলিম হল এবং উইম্যান স্টুডেন্টস রেসিডেন্স এর সদস্য নির্বাচিত হন। তিনি গণতান্ত্রিক প্রোগ্রেসিভ ফ্রন্ট এর সাথে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন যেমনঃ ঢাকার আনন্দময়ী স্কুল, লিটন অ্যাঞ্জেলস, আজিমপুর গার্লস স্কুল (খন্ডকালীন), নজরুল একাডেমি, কাকলি হাই স্কুল এবং পরে আলেমা একাডেমিতে। সবশেষে ২০০০ সালে বিএড কলেজে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। Related posts:কুয়েতে বিজয়নগরের কৃতি সন্তান ডিবিসি টেলিভিশন এর প্রতিনিধি নিয়োগব্যারিস্টার সুমনকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে বললেন হাইকোর্টপ্রতিবছর ভারত থেকে আসা পানি আমাদের তলিয়ে দেয়: ফয়জুল করীম Post Views: ৭১৯ SHARES আন্তর্জাতিক বিষয়: