আজ ক্ষুদিরাম বসুর জন্মদিন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০ ১৮৮৯ সালে মেদিনীপুর কেলার কেশবপুর থানার মোহবনি বা মৌরনীতে জন্মগ্রহণ করেন ত্রৈলোক্যনাথ বসু এবং লক্ষ্মীপ্রিয়া দেবীর চতুর্থ সন্তান ক্ষুদিরাম বসু। এই ক্ষণজন্মা বিপ্লবী তাঁর অবিশ্বাস্য সাহসীকতার কারণে বাংলা সহ সমস্ত ভারতবর্ষে বিপ্লবীদের অন্যতম প্রধানে পরিণত হোন। ক্ষুদিরামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে মুজাফফর পুর কারাগারে ১৯০৮ সালের ১১ই আগস্ট ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। তিনি সহাস্যমুখে, নির্ভীকচিত্তে গীতার আত্মতত্ত্বে উক্ত অবিনাশী আত্মার স্মরণ করে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে মাতৃভূমির জন্য আত্মাহুতি দেন। এরপরেই, সারা বাংলায় দাবানলের মতো ছড়িয়ে পরে ব্রিটিশ বিরোধী অগ্নিস্ফুলিঙ্গ। সেইসময় বাকুড়ার পীতাম্বর দাস নামের এক চরণকবি লিখলেন ” একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে জগৎবাসী।প্রায় শতবছর পরেও আমরা এই গানটির দ্বারা সমান প্রভাবিত এবং উদ্দীপ্ত হই। Related posts:আখাউড়া বন্দর দিয়ে ভারত ফেরাদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩২জনসরাইলে ভাইয়ের হাতে ভাই খুনবিজয়নগর হারিয়ে যাচ্ছে কুমার পল্লীর শিল্প Post Views: ৪৩৪ SHARES আন্তর্জাতিক বিষয়: