ব্রাহ্মনবাড়ীয়ার কৃতি সন্তান দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান আর নেই বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মারা যান তিনি। তার পারিবারিক সূত্র জানায়, খন্দকার মুনিরুজ্জামান জ্বরে আক্রান্ত হন। এরপর পরীক্ষায় তার করোনা পজেটিভ এলে তিনি শান্তিনগরে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২১ দিন লড়াই করার পর তার করোনা রেজাল্ট নেগেটিভ আসে। কিন্তু করোনা পরবর্তী নানা জটিলতা ও ধকল সইতে না পেরে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। সংবাদের বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। Related posts:নাসিরনগরে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যুকসবা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনবিরল দৃস্টান্ত স্হাপন করে নাসিমা লুৎফর রহমানে জমাকৃত টাকা বন্টন করে দিলেন Post Views: ৫২৫ SHARES আন্তর্জাতিক বিষয়: