বিজয়নগরে মাস্ক না পড়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক না পড়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ জনকে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ভঙ্গ করায় ১৫ জনকে ১৫টি মামলায় ৪ হাজার ৮শ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান। এসময় তিনি হতদরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ ভবনে কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সচেতনতামূলক বিজ্ঞাপন ও মাস্ক পরিধান করা ও মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান Related posts:সন্তানদের মানবিক শিশু হিসেবে গড়ে তোলার আহ্বান ঢাবি উপাচার্যেরবিজয়নগর উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন জে এস সির সেরা রেজাল্টব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব কারী সাজিদুর রহমান ও মোবারক উল্লাহ গং কে দ্রুত গ্রেফতারের দাবি বিজয়নগর উপজ... Post Views: ৪৯৩ SHARES আইন-আদালত বিষয়: