আমরা মারামারি বা সন্ত্রাসীতে বিশ্বাসী নই বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম পি

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, টেন্ডারবাজ ও মাদকাসক্ত কারো সাথে বঙ্গবন্ধুর আদর্শের শেখ হাসিনার অনুসারীরা নেই।

শুক্রবার বিকেলে শহরের ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এসময় তিনি বলেন, বৃহস্পতিবার অহেতুক ঢাকায় জ্বালাও-পুড়াও করা হয়েছে। এই ঘটনায় আমরা কঠোর ও তীব্র নিন্দা জানাই। তা বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। ২০১৩-১৪ সালেও জ্বালাও আন্দোলন করেছিলেন, বাংলাদেশের মানুষ তখনও গ্রহণ করেনি।বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়।

এসময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালাও-পুড়াও করলে আমরা বাধা হয়ে দাঁড়াবো। আমরা সুসংগঠিত আছি, যারা রাষ্ট্রকে নড়বড়ে করে দিতে চায়, রাষ্ট্রকে যারা দূর্বল করে দিতে চায় তাদের আমরা সুযোগ দিব না।

জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহনুর ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল ও শহর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়া প্রমুখ।

সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস।