বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াছিন আরাফাতের আহবান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ প্রিয় বিজয়নগর উপজেলাবাসী, অাসসালামুঅালাইকুম শুভ সকাল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে “মাস্ক নাই তো সেবা নাই ” (No Mask No Service) চালু হয়েছে। এর অর্থ এ নয় যে, আপনাকে সেবা দেয়ার মনোভাব আমরা হারিয়েছি৷ বরং আপনার জীবনকে অধিকতর সুরক্ষিত করে আমরা সেবা প্রদান করতে চাইছি। দয়া করে বাইরে গেলে মাস্ক পরার অভ্যাসটি তৈরি করুন। সকল অফিস/ প্রতিষ্ঠান/ মার্কেট/দোকানপাটসহ সকল সার্ভিস সেন্টারে মাস্ক পরিধান করে সেবা প্রদান ও সেবা গ্রহণ বাধ্যতামূলক। এ বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা প্রয়োজন। শীতের আমেজ শুরু হয়েছে। আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এ সময় শিশু এবং বৃদ্ধসহ অনেকেই ঠান্ডা, কাশি, জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে থাকে। করোনার উপসর্গগুলোর মধ্যেও জ্বর, কাশি, শ্বাসকষ্ট অন্যতম। এছাড়া আপনারা অবগত আছেন যে, শীতে করোনার প্রকোপ বাড়তে পারে মর্মে আশংকা রয়েছে। এজন্য শীতে আমাদের অধিকতর সতর্ক হয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। স্বাস্থ্য বিধি না মেনে সেবা নিতে আসলে সেবাগ্রহীতার দায়িত্বহীনতা, উদাসীনতা এবং মুর্খতার কারণে সেবা দাতার জীবনও ঝুঁকিতে পরতে পারে। তাই বাইরে গেলে ‘মাস্ক’ হয়ে উঠুক আমাদের পোশাকের একটি অন্যতম অংশ। আসুন, আমরা অধিকতর সচেতন হই। সেবা গ্রহীতা ও দাতা উভয়ে স্বাস্থ্য বিধি মেনে চলি। মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া/প্রার্থনা করি তিনি যেন সকলকে ধৈর্য ও বুঝার তৌফিক দান করেন। সকলকে সুস্হ রাখেন। এর আগে বিজয়নগর উপজেলাবাসী সবাই যেমন করোনা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেছেন তেমনি করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় আপনারা পাশে থাকবেন এ প্রত্যাশা রইল। সকলে সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। অান্তরিকভাবে অাপনাদের কে.এম.ইয়াসির অারাফাত উপজেলা নির্বাহি অফিসার বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া Related posts:বিজয়নগর সরকারি চাল বহণ করে বিপাকে অটোচালক, ফেসবুকে আহাজারিবিজয়নগরেে যুবলীগের প্রতিস্টা বার্ষিকীী পালনমেট্রোরেলে চড়তে ১ জুলাই থেকে ভ্যাট দিতে হবে Post Views: ৭৪১ SHARES জাতীয় বিষয়: