নির্মিতব্য প্রামাণ্যচিত্র “ধীরেন্দ্রনাথ দত্ত: তিতাস পারের মানুষটি”-র জন্যে গণঅর্থায়নের তানভীর মোকাম্মেলের আহবান

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

বাংলা ভাষা আন্দোলনের পথিকৃৎ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের উপর তানভীর মোকাম্মেলের
নির্মিতব্য প্রামাণ্যচিত্র “ধীরেন্দ্রনাথ দত্ত: তিতাস পারের মানুষটি”-র জন্যে গণঅর্থায়নের আহবান

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবী প্রথম পাকিস্তান গণপরিষদে তোলেন। একজন আন্তরিক দেশপ্রেমিক ও মানবদরদী শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে বৃদ্ধ বয়সে ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্টে নির্মমভাবে হত্যা করে। বাংলাদেশের অনেক মানুষই ব্যতিক্রমী এই মানুষটির অবদান সম্পর্কে তেমন জানেন না। কারণ রাষ্ট্রীয় পর্যায়ে বা কর্পোরেট মিডিয়াতে ওঁর সম্পর্কে তেমন বলা হয় না। ফলে এদেশের জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জানানোর উদ্দেশ্যে চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে “ধীরেন্দ্রনাথ দত্ত: তিতাস পারের মানুষটি” নামে এক ঘন্টার গবেষণাধর্মী একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে চলেছেন। প্রামাণ্যচিত্রটিতে ধীরেন্দ্রনাথের জীবন ও রাজনৈতিক তৎপরতা, বাংলা ভাষা আন্দোলন এবং ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পুরো প্রেক্ষিতটাই তুলে ধরা হবে।

প্রামাণ্যচিত্রটি নির্মাণে ব্যয় হবে টা: ১৮,৬০,০০০/- [আঠারো লক্ষ ষাট হাজার টাকা]। তবে যেহেতু এ ধরণের একটি অবাণিজ্যিক প্রামাণ্যচিত্রের কোনো প্রযোজক পাওয়া সম্ভব নয়, তাই এই অর্থটি গণঅর্থায়নের মাধ্যমে সংগ্রহ করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে ১২,২৭,০০০/- [টা: বারো লক্ষ সাতাশ হাজার] টাকা সংগৃহীত হয়েছে। আমরা বাকী অর্থ সংগ্রহের চেষ্টা করছি। আপনার যে কোনো অবদান সাগ্রহে গৃহীত হবে। নিম্নে গণঅর্থায়নে অংশগ্রহণের শর্তাবলী দেয়া হোল;

প্রামাণ্যচিত্রটির নাম : “ধীরেন্দ্রনাথ দত্ত: তিতাস পারের মানুষটি”
ছবিটির দৈর্ঘ্য : ৬০ মিনিট
ফর্মাট : ডিজিটাল (২শ)
মোট ব্যয়: টা: ১৮,৬০,০০০/- [আঠারো লক্ষ ষাট হাজার টাকা]
ইতিমধ্যে সংগৃহীত : টা: ১২,২৭,০০০/- [টা: বারো লক্ষ সাতাশ হাজার]
সংগ্রহের লক্ষ্য : টা: ৬,৩৩,০০০/- [ছয় লক্ষ তেত্রিশ হাজার টাকা]

ধীরেন্দ্রনাথ দত্তের ছবিটার জন্যে অর্থ প্রদানকারীদের তালিকা

১. দেবাশিষ মৃধা ও চিনু মৃধা – টা: ৩,০০,০০০/-
২. র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী (সংসদ সদস্য) – টা: ৩,০০,০০০/-
৩. কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট – টা: ২,০০,০০০/-
৪. মাহফুজা খানম – টা: ১,০০,০০০/-
৫. নাম প্রকাশে অনিচ্ছুক – টা: ১,০০,০০০/-
৬. হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ – টা: ১,০০,০০০/-
৭. অ্যারোমা দত্ত – টা: ৮৫,০০০/-
৮. আনোয়ার খান – টা: ২০,০০০/-
৯. আবদুল লতিফ – টা: ১০,০০০/-
১০. মোহসিন আলী – টা: ১০,০০০/-
১১. মিল্টন দেব – টা: ৫,০০০/-
১২. প্রতিভা সুৎসুদী – টা: ৫,০০০/-
(পরিচালক, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট)

১৩. সঞ্জয় কুমার সাহা – টা: ১,০০০/-
১৪. সামিও শীষ – টা: ১,০০০/-

মোট টাকা: ১২,২৭,০০০/- [টা: বারো লক্ষ সাতাশ হাজার]

গণ-অর্থায়নের ক্ষেত্রগুলি:
গণ-অর্থায়নে নিম্নোক্ত শর্তানুযায়ী অর্থ প্রদান করা যাবে;

(১) টা: ১,০০০/- ও উর্ধ্বে [USD $ 12 and above]

  • অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবির একটি পোস্টার পাবেন।
  • প্রিমিয়ার শো-য়ের দুইটি (০২) আমন্ত্রণ পত্র।

(২) টা: ৫,০০০/- ও উর্ধ্বে [USD $ 60 and above]

  • ছবির স্মরণিকায় অর্থপ্রদানকারীর নাম কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা হবে।
  • অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবির একটা ডিভিডি পাবেন।
  • অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবির একটি পোস্টার পাবেন।
  • প্রিমিয়ার শো-য়ের দশটি (১০) আমন্ত্রণপত্র পাবেন।

(৩) টা: ১০,০০০/- ও উর্ধ্বে [USD $ 120 and above]

  • ছবির শেষ টাইটেল কার্ডে অর্থপ্রদানকারীর নাম যাবে।
  • ছবির স্মরণিকায় অর্থপ্রদানকারীর নাম কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা হবে।
  • অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবির একটা ডিভিডি পাবেন।
  • অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবির একটি পোস্টার পাবেন।
  • প্রিমিয়ার শো-য়ের দশটি (১০) আমন্ত্রণপত্র পাবেন।

(৪) টা: ৫০,০০০/- [পঞ্চাশ হাজার টাকা] [USD $ 600 and above]

  • ছবির প্রথম টাইটেল কার্ডে অর্থপ্রদানকারীর নাম যাবে।
  • ছবির স্মরণিকায় অর্থপ্রদানকারীর নাম কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা হবে।
  • অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবির একটা ডিভিডি পাবেন।
  • অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবির একটি পোস্টার পাবেন।
  • প্রিমিয়ার শো-য়ের বিশটি (২০) আমন্ত্রণপত্র পাবেন।

(৫) টা: ১,০০,০০০/- [এক লক্ষ টাকা] [USD $ 1200 and above]

  • ছবির টাইটেল কার্ডে অর্থ প্রদানকারীর নাম সহযোগী প্রযোজক (সাম্মানিক) হিসেবে যাবে
  • ছবির স্মণিকায় অর্থপ্রদানকারীর নাম সহযোগী প্রযোজক (সাম্মানিক) হিসেবে যাবে
  • অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবির একটি ডিভিডি পাবেন।
  • অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবির একটি পোস্টার পাবেন।
  • প্রিমিয়ার শো-য়ের বিশটি (২০) আমন্ত্রণপত্র পাবেন।

(৬) “নিবেদক” (Presented by): টা: ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) [USD $ 3,600] প্রদান করলে ছবির “নিবেদক” (Presented by) হিসেবে ছবির টাইটেল কার্ডে ও পোস্টারে নাম যাবে। “নিবেদক” টাইটেল কার্ডটি ছবির প্রথমেই প্রদর্শিত হবে। এছাড়া ছবির “নিবেদক”-কে ছবিটির প্রিমিয়ার শো-তে বিশেষভাবে সম্মানিত করা হবে এবং চলচ্চিত্রটির “নিবেদক”-কে ছবিটার একশ (১০০) ডিভিডি উপহার দেওয়া হবে। সেই সঙ্গে অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবির একটি পোস্টার এবং প্রিমিয়ার শো-য়ের একশটি (১০০) আমন্ত্রণপত্র পাবেন।

অর্থ পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর:
Account Holder’s Name: TANVIR MOKAMMEL
Account Number: 01 6728081 01
Bank: Standard Chartered Bank
Swift Code: SCBLBDDX
Branch Name: Dhanmondi, Dhaka, Bangladesh

এছাড়া সরাসরি bKash -য়ের মাধ্যমে কেউ অর্থ প্রেরণ করতে পারেন। bKash-য়ের পারসোনাল হিসাব নন্বরটি হচ্ছে; +8801303616741।

৩১শে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত অর্থ প্রেরণ করা যাবে। অর্থটি পাঠানোর পর +8801768210567 ফোন নম্বরে অথবা ই-মেইলে tmokammel@gmail.com-য়ে আপনার প্রেরিত অর্থের পরিমাণ, সম্পূর্ণ নাম (বাংলা ও ইংরেজীতে), ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল নম্বর পাঠানোর জন্যে অনুরোধ জানানো যাচ্ছে।

“ধীরেন্দ্রনাথ দত্ত: তিতাস পারের মানুষটি” প্রামাণ্যচিত্রটির জন্যে আপনার প্রেরিত অর্থ ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হবে এবং প্রদেয় অর্থ প্রাপ্তির মুহুর্তেই আপনাকে জানানো হবে। আপনাদের প্রেরিত অর্থ “ধীরেন্দ্রনাথ দত্ত: তিতাস পারের মানুষটি” প্রামাণ্যচিত্রটির সম্পূর্ণ করার কাজে ব্যয় করা হবে।

তানভীর মোকাম্মেল
চলচ্চিত্র নির্মাতা
ফ্ল্যাট-৩বি, বাড়ী-৩৯/এ, রোড-৪/এ
ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯, বাংলাদেশ
ই-মেইল: tmokammel@gmail.com
ওয়েবসাইট- www.tanvirmokammel.com

ফেইসবুক থেকে