শহীদ নুর হোসেন দিবস পালন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০   প্রচ্ছদ বাংলাদেশ শহীদ নূর হোসেন দিবস পালিত শহীদ নূর হোসেন দিবস পালিত কাগজ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯ , ৬:৪৮ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১০, ২০১৯ , ৭:০২ অপরাহ্ণ  শহীদ নূর হোসেন (ফাইল ছবি) স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক শহীদ নূর হোসেনকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন। রোববার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্টে) সর্বসস্তরের রাজনৈতিক নেতাকর্মী ফুল দিয়ে শহীদ নূর হোসেনকে স্মরণ করেন ও শ্রদ্ধা জানান। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ শ্রদ্ধা নিবেদন চলে। সকাল সাড়ে ৯ টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে নেতৃত্বে নুর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগ ছাড়া শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্ট, বিপ্লবী ওয়ার্কার্স পাটি, বাম গণতান্ত্রিক জোট। এছাড়াও আওয়ামী যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানায়। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন সামরিক শাসকের বিরুদ্ধে রাজধানীর রাজপথে আন্দোলনে সামিল হয়ে নূর হোসেন নিহত হন। তার এই আত্মত্যাগে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান এবং পাবর্তীতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। Related posts:বিজয়নগরে মর্মান্তিক নৌ-দূর্ঘটনায় নিহত মেডিকেল শিক্ষার্থী ভর্তি ফি ফেরতযুবলীগের পর এবার স্বেচ্ছাসেবক লীগ নেতার ক্যাসিনোতে র্যাবের অভিযানইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ ও কিছু ব্যক্তিগত উপলদ্ধি Post Views: ৩২০ SHARES আইন-আদালত বিষয়: