ব্রাহ্মণবাড়িয়ার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০ কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজি ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে।শুক্রবার দুুপুরে এই মহাসড়কের সৈয়দাবাদে এ হতাহতের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে এই সড়কে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা অভিমূখী একটি ট্রাক মাইক্রোবাসকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহি সিএসজি চালিত অটোরিক্সাকেও চাপা দেয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এ সময় হাসপাতালে আনার পথে নারী ও শিশুসহ তিনজন মারা যায় এবং গুরুতর আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানাযায়নি। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। Related posts:ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. ফারুক আহমেদনবীনগরে দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজ উদ্বোধনব্রাহ্মণবাড়িয়াকে অবশ্যই অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে চাই মোকতাদির চৌধুরী এম পি Post Views: ৫৫৬ SHARES Uncategorized বিষয়: