কুমিল্লাবাসীর অনুভূতির জায়গাজুড়ে রয়েছেন শচীন দেববর্মণ

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

‘শচীন দেববর্মণ কুমিল্লার গৌরব ও অহংকার। শচীন দেববর্মণ কুমিল্লাকে সারা বিশ্বের কাছে উপস্থাপন করেছে। তাই কুমিল্লাবাসীর অনুভূতির জায়গাজুড়ে রয়েছেন শচীন দেববর্মণ। তার স্মৃতি সংরক্ষণে জেলাপ্রশাসন কুমিল্লাবাসীর সহযোগীতায় সচেষ্ট আছে। নগরীর চর্থায় এই মহান শিল্পীর যে বাড়িটি তা আমরা সংরক্ষণের যে উদ্যোগ নিয়েছি তা সফল ভাবেই বাস্তবায়ন হবে। এই বাড়ির পাশে যে সরকারি হাঁস-মুরগীর খামার রয়েছে তা যদি সরানো যায় তাহলেই এখানে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ কাজ তরান্বিত হবে।’ গতকাল শনিবার সকালে উপ মহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, কুমিল্লার কৃতী সন্তান শচীন দেববর্মণের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর দক্ষিন চর্থায় শচীন দেবের পৈত্রিক বাড়ীতে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এসব কথা বলেন। এর আগে কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শচীন দেবের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কালজয়ী এই সংগীতজ্ঞের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক শওকত ওসমান অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিন্টু বেপারী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম সরদার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন। আলোচনা সভায় অংশ গ্রহণ করেন গবেষক নজরুল গবেষক ড.আলী হোসেন চৌধুরী, এড.গোলাম ফারুক, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভাষ্কর্য শিল্পী উত্তম গুহ, অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, সংস্কৃতিকর্মী শাহজাহান চৌধুরী প্রমূখ। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন।