ট্রেনে কাটা পরে ৩ ভাইয়ের মৃত্যু বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০ নেত্রকোনা প্রতিনিধি : চলন্ত ট্রেনে কাটা পরে ৩ ভাইয়ের মৃত্যু নেত্রকোনা জেলার বারহাট্টায় রেল লাইনে ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ভোরে বারহাট্টার সাহতা ইউনিয়নের স্বল্পদশাল গ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে স্বপন মিয়া (২২), রিপন মিয়া (২৪) ও একই গ্রামের তাদের চাচা কুরবান আলীর ছেলে মুখলেস মিয়া (২৮)। স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ের মোহনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া বিজয়নগর নিউজকে জানান,ওই তিন যুবক মাছ ধরার জন্য রাত জেগে তাদের বাড়ির পাশে একটি ডোবার পানি নিস্কাশনের কাজ করছিলেন। এক পর্যায়ে ক্লান্ত হয়ে তারা পাশের রেল লাইনে ঘুমিয়ে পড়েন। এসময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে কয়েক টুকরো হয়ে ঘটনা স্থলেই মারা যান তারা। তিনি আরো জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে। এদিকে, আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। Related posts:বিজয়নগরে ৫০ টাকা সিএনজি ভাড়া নিয়ে ইউপি সদস্য’র নেতৃত্বে মুদি দোকানির উপর হামলা,ঘরবাড়ি - দোকানপাট ...হেফাজতের সহিংসতার মামলায় এ মুহূর্তে জামিন নয়’বিজয়নগরে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন সম্মেলন ২০২০ ইং অনুষ্ঠিত:সভাপতি মৃণাল চৌধুরী লিটন ও সাধারণ সম্পা... Post Views: ৪৬১ SHARES জাতীয় বিষয়: ট্রেননেত্রকোনামৃত্যু৩ভাই