এসআই আকবর যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সব ইমিগ্রেশনে চিঠি
বিজয়নগর
নিউজ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বন্দরবাজার ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য দেশের সব ইমিগ্রেশনে চিঠি পাঠিয়েছে পিবিআই।
বৃহস্পতিবার ঢাকার ধানমণ্ডিতে পিবিআইর প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, সিলেটে ফাঁড়িতে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা তদন্তে এসআই আকবরকে খুবই দরকার পিবিআইয়ের। তিনি বর্তমানে পলাতক।
বনজ কুমার মজুমদার আরও বলেন, সিলেটের ঘটনার নথিপত্র গত মঙ্গলবার রাতে আমরা পেয়েছি। পরদিন বুধবার পিবিআইর টিম বন্দরবাজার ফাঁড়িতে গিয়ে ৩-৪ ঘণ্টা অবস্থান করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। তদন্তের স্বার্থে এসআই আকবর হোসেনকে আমাদের দরকার। তিনি যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য ইমিগ্রেশনে জানিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ ব্যাপারে ইমিগ্রেশনকে জানানো হয়েছে। এসআই আকবরকে ধরার জন্য আমরা টিম রেডি করেছি।