ঋত্বিক ঘটক জীবন ও কর্ম বাঙালি চলচ্চিত্র পরিচালক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০ ঋত্বিক কুমার ঘটক, যিনি ঋত্বিক ঘটক হিসেবেই সচরাচর অভিহিত, (জন্ম : ৪ নভেম্বর, ১৯২৫ – মৃত্যু : ৬ ফেব্রুয়ারি, ১৯৭৬) বিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক। তার জন্ম অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) রাজশাহী শহরের মিয়াঁপাড়ায় । রাজশাহী শহরের পৈতৃক বাড়িতে শৈশব, কৈশোর ও তারুণ্যের একটি অংশ কাটিয়েছেন। এই বাড়িতে কিছু সময় বসবাস করেছেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীও। ঋত্বিক ঘটক রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়েছেন। তিনি রাজশাহী কলেজ এবং মিয়াঁপাড়ার সাধারণ গ্রন্থাগার মাঠে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নাট্যচর্চা করেছেন।।[৪] ১৯৪৭ এর ভারত বিভাগের পরে তার পরিবার কলকাতায় চলে যায়। বাংলা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সাথে তুলনীয়। ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কারণে তিনি যেমন প্রশংসিত ছিলেন; ঠিক তেমনি বিতর্কিত ভূমিকাও রাখেন।[৫] বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার নাম বহুল উচ্চারিত। ঋত্বিক ঘটক Ritwik Ghatak ঋত্বিক কুমার ঘটক জন্ম ৪ নভেম্বর, ১৯২৫ জিন্দাবাজার, ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত ( বর্তমানে বাংলাদেশ) মৃত্যু ৬ ফেব্রুয়ারি, ১৯৭৬ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত জাতীয়তা বাঙালি মাতৃশিক্ষায়তন রাজশাহী কলেজ, কৃষ্ণনাথ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় পেশা চলচ্চিত্র পরিচালক, লেখক দাম্পত্য সঙ্গী সুরমা ঘটক[১] সন্তান ঋতবান ঘটক (পুত্র) সংহিতা ঘটক (কন্যা) শুচিস্মিতা ঘটক (কন্যা) পিতা-মাতা সুরেশ চন্দ্র ঘটক (পিতা) ইন্দুবালা দেবী (মাতা) আত্মীয় মণীশ ঘটক (জ্যেষ্ঠ ভ্রাতা), মহাশ্বেতা দেবী (ভ্রাতৃ কন্যা) পুরস্কার পদ্মশ্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাচসাস পুরস্কার তার জন্ম অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) রাজশাহী শহরের মিয়াঁপাড়ায় । তার মায়ের নাম ইন্দুবালা দেবী এবং বাবা সুরেশ চন্দ্র ঘটক। তিনি বাবা-মায়ের ১১তম এবং কনিষ্ঠতম সন্তান। ১৯৪৩ এর দুর্ভিক্ষ এবং ১৯৪৭ এর ভারত বিভাগের পরে পূর্ববঙ্গের প্রচুর লোক কলকাতায় আশ্রয় নেয় এবং এরই ধারাবাহিকতায় তার পরিবার কলকাতায় চলে যায়। শরণার্থীদের অস্তিত্বের সংকট তাকে গভীরভাবে আলোড়িত করে এবং পরবর্তী জীবনে তার চলচ্চিত্রে এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। ১৯৪৬ সালে রাজশাহী কলেজ থেকে আই.এ এবং ১৯৪৮ সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বি.এ ডিগ্রি লাভ করেন। ১৯৫০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এম.এ কোর্স শেষ করেও পরীক্ষা না দিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন তিনি।[৬] তার বাবা সুরেশ চন্দ্র ঘটক একজন জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি কবিতা ও নাটক লিখতেন। তার বড় ভাই ঐ সময়ের খ্যাতিমান এবং ব্যতিক্রমী লেখক মনীশ ঘটক ছিলেন ইংরেজির অধ্যাপক এবং সমাজকর্মী। আইপিটিএ থিয়েটার মুভমেন্ট এবং তেভাগা আন্দোলনে মনীশ ঘটক জড়িত ছিলেন। মনীশ ঘটকের মেয়ে বিখ্যাত লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবী। ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক ছিলেন স্কুল শিক্ষিকা। Related posts:আমানুল হক সেন্টু'র মৃত্যুতে মৃণাল চৌধুরী'র শোকনাসিরনগরে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১ জনজঙ্গিবাদের আদিরূপ ও বর্তমান অবস্থা Post Views: ৫৬৯ SHARES Uncategorized বিষয়: