আবার ও গিনেস বুকে নাম লেখালেন ব্রাহ্মনবাড়ীয়ার যুবক

প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পার্থ দেবের পর এবার গিনেস বুকে নাম লেখালেন একই জেলার নবীনগরের আলম কিবরিয়া নামে এক যুবক। বিশ্বের সর্বাধিক ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করে এ রেকর্ড গড়লেন তিনি। সাড়ে পাঁচ হাজারেরও বেশি ক্যাটাগরির www.amargram.xyz’ ওয়েবসাইটটিকে ইতিমধ্যে বিশ্বের সর্বাধিক ক্যাটাগরির ওয়েবসাইটের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্র্তৃপক্ষ। কিবরিয়ার ভাষ্য, বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের সব তথ্য এক ঠিকানায় নিয়ে আসতেই এ ওয়েবসাইট তৈরি করেছেন তিনি। গত রবিবার গিনেস বুক কর্র্তৃপক্ষের স্বীকৃতিপত্র তার হাতে এসে পৌঁছায় বলে জানান কিবরিয়া। খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজীকান্দি গ্রামের হীরণ মোল্লার ছেলে আলম কিবরিয়া সাত ভাই-বোনের মধ্যে ষষ্ঠ। বাবা হীরণ মোল্লা পেশায় কৃষক। আর মা খাদিজা বেগম গৃহিণী। গত ২০১৬ সালে স্থানীয় বীরগাঁও কলেজ থেকে এইচএসসি পাসের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে ঢাকায় আসেন কিবরিয়া। কোচিংয়ের ফাঁকে কয়েক মাস একটি আইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপিংয়ের কাজ শেখেন তিনি। তথ্যপ্রযুক্তির প্রতি আকর্ষণ থেকেই বিশ্ব রেকর্ড গড়ার ইচ্ছা জাগে তার। এ লক্ষ্যে বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের নামসহ প্রয়োজনীয় তথ্য ও ফোন নম্বর এক ঠিকানায় নিয়ে আসার কাজ শুরু করেন কিবরিয়া। দৈনিক গড়ে ১০-১২ ঘণ্টা করে টানা কয়েক মাস কাজের পর ওয়েবসাইটটি তৈরি করেন তিনি। কিবরিয়া বলেন, ‘ওয়েবসাইটের ডোমেইন কিনে আমি নিজেই ডিজাইন ও ডেভেলপিংয়ের কাজ করেছি। পরিবারের কেউ জানত না আমি সারা দিন ঘরে বসে কী কাজ করছি বা কী তৈরি করছি। কারণ আমার পরিবারের কারও তথ্যপ্রযুক্তি সম্পর্কে তেমন ধারণা ছিল না। করোনা মহামারীর সময়টাতে ঘরে শুয়ে-বসে সময় নষ্ট না করে ওয়েবসাইটের কাজ করেছি। বিভিন্ন ফেইসবুক গ্রুপ, সরকারি ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন গুগল ও উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করতে হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘আমার ওয়েবসাইটটি বিশ্বের সবচেয়ে বেশি ক্যাটাগরির। পাঁচ হাজার ৫৬৬টি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে সাইটটিতে। এখানে ঢুকলেই বাংলাদেশের ৬৪ জেলার মানচিত্র দেখা যাবে। মানচিত্র অনুযায়ী জেলায় ক্লিক করলেই ওই জেলার সব উপজেলা ও ইউনিয়ন এবং গ্রামের নামসহ প্রয়োজনীয় তথ্য চলে আসবে। আপাতত ৬৮ হাজার গ্রামের নাম অন্তর্ভুক্ত করেছি। কিন্তু গ্রামের তথ্যগুলো এখনো হালনাগাদের কাজ চলছে। যে কেউ চাইলে সাইটে গিয়ে তার নিজ গ্রামের তথ্যগুলো হালনাগাদ করতে পারবেন- এমন ব্যবস্থাও রাখা হয়েছে। ’ নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, এ ঘটনায় রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছে নবীনগরের সাধারণ মানুষ। এটি নবীনগর উপজেলাবাসীর জন্য বিরাট আনন্দের ব্যাপার। আমরা তার এই শ্রমসাধ্য অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এর আগে সেফটি পিন দিয়ে বিশ্বের দীর্ঘতম চেইন বানিয়ে বিশ্ব রেকর্ড করেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের প্রয়াত জগদীশ চন্দ্র দেবের ছেলে পার্থ চন্দ্র দেব। দুই হাজার ৪০১ দশমিক ৮৩ মিটার দৈর্ঘ্যরে চেইনটিকে বিশ্বের সর্ববৃহৎ চেইন হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক কর্র্তৃপক্ষ