শহীদ ধীরেন্দ্রনাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারের আজীবন সদশ্য হলেন সাবেক ছাএনেতা রাজু বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ মুখলেছুর রহমান অভি:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভুপেষ চৌধুরী গণ- পাঠাগারের আজীবন সদস্য হয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রাজু ও হাসান খলিল।মঙ্গলবার দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেষ চৌধুরী গণ- পাঠাগারে তারা সদস্য হয়েছেন। রাজু রাজনীতির সাথে যুক্ত আছেন।হাসান মেহেদি বিজয়নগর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক তিতাস বাণী পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন,আবুল মোবারক, সভাপতি অগ্রণী ব্যাংক সিবিএ ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল ও আজীবন সদস্য অত্র পাঠাগার,ফালগুনী টিভির জেলা প্রতিনিধি ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভুপেষ চৌধুরী গণ- পাঠাগারের আজীবন সদস্য মুখলেছুর রহমান অভি সহ আরো অনেকে। মোস্তাফিজুর রহমান রাজু বলেন, আমি অত্র পাঠাগারের আজীবন সদস্য হতে ফেরে খুব ভাল লাগছে। হাসান মেহেদি বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেষ চৌধুরী গণ- পাঠাগারে এসে বিভিন্ন ধরনের বই দেখে আমার খুব ভাল লাগছে।আমি অত্র পাঠাগারে আজীবন সদস্য হওয়ায় আরো ভাল লাগছে। মৃণাল চৌধুরী লিটন বলেন, প্রতি শুক্রবারে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেষ চৌধুরী গণ- পাঠাগারে পাঠ-চক্র অনুষ্টিত হবে। এতে বিভিন্ন স্কুলের ছাত্র- ছাত্রীরা উপস্থিত থাকবে। Related posts:রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনশিক্ষকদের কাছে চাঁদা চাইতে গিয়ে স্থানীয় পত্রিকার সম্পাদক আটকসংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা হয়নি Post Views: ৬০০ SHARES গণমাধ্যম বিষয়: