বীর মুক্তিযোদ্ধা মুসলিম মিয়ার সহধর্মিণীর ইন্তেকাল

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের সভাপতি, বষীয়ান আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মুসলিম মিয়ার সহধর্মীনি, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার নেতা আল মামুন ও জেলা যুবলীগ নেতা জিএস মোহাম্মদ সুমন মিয়ার মাতা মিসেস হোসনে আরা মুসলিম শান্তি (৬২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ্ ওয়া ইন্না ইল্লাহী রাজীম । আজ সন্ধায় মুসলিম মিয়ার মধ্যপাড়ার শান্তিবাগস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন । হাজী মোঃ মুসলিম মিয়ার সহধর্মীনি, মিসেস হোসনে আরা মুসলিম শান্তি দীর্ঘদিন ধরে বাধ্যকজনিত রোগে ভুগছিলেন। দীর্ঘদিন তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন ছিলেন । গত কয়েকদিন আগে তাঁকে হাসপাতাল থেকে নিজ বাড়িতে আনা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর । স্বামী, ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগাহী ও আত্বীয়স্বজন রেখে যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শান্তিবাগ এলাকায় ।