বিজয়নগর উপজেলা চেয়ারম্যান এর সাংবাদিক দের সাথে মত বিনিময় সংবাদটি মিথ্যাও ভিও্বিহীন ও হলুদ সাংবাদিকতা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০ বিজয়নগরে প্রকাশিত সংবাদর প্রতিবাদ আমি মোঃ সারুয়ার হাজারী, বিজয়নগর প্রতিনিধি, এশিয়ান টিভি, দৈনিক ভোরের ডাক, ডেইলি এশিয়ান এইজ এবং সম্পাদক ও প্রকাশক রাইট টাইমস ২৪ ডট কম । গত ৩১ আগষ্ট সোমবার আমাকে জড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে “ বিজয়নগর ২৪ ডট কম ও বিজয়নগর টিভি ডট কম ” নামক দুটি অনলাইন পোর্টালে “ বিজয়নগরে সাংবাদিকদের মাঝে উপজেলা চেয়ারম্যানের মাস্ক বিতরণ ” শিরুনামে প্রকাশিত সংবাদে পরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানুয়াট ও ভিত্তিহীন । সে দিন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর দপ্তরে তার সাথে সৌজন্য দেখা হয়ে ছিল । আমার সাথে স্বাধীন বাংলার বিজয়নগর প্রতিনিধি জহিরুল ইসলাম ছিল। কৌতহলী বশত কয়েকটি মাস্ক প্রদান করে উপজেলা চেয়ারম্যান তার মোবাইলে ছবি তোলেন। পরে তা প্রথমে আমার ছবি এবং শেষে জহিরুল ইসলামের ছবি দিয়ে উপরোক্ত দুটি অনলাইনে সংবাদ প্রকাশ হয়। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোঃ সারুয়ার হাজারী, বিজয়নগর প্রতিনিধি, এশিয়ান টিভি, দৈনিক ভোরের ডাক, ডেইলি এশিয়ান এইজ ও সম্পাদক প্রকাশক রাইট টাইমস ২৪ ডট কম Related posts:বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষের কাউন্টডাউন শুরু ১০ জানুয়ারিদ্বিতীয় দফার ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণাযুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক Post Views: ৫৬০ SHARES গণমাধ্যম বিষয়: