প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে একদিনের জাতীয় শোক ঘোষণা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (২সেপ্টেম্বর) বাংলাদেশে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ সময় সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আজ সোমবার রাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ বিষয়টি জানানো হয়। উল্লেখ্য করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার ৮৪ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুর এক টুইট বার্তায় তার ছেলে অভিজিৎ মুখার্জি জানান, আমার পিতা কিছুক্ষণ আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। আরআর হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা থাকার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়ে উঠেনি। এদিকে সোমবার সকালেই ভারতের আর্মি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা অবনতির দিকে। গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্নায়ু ঘটিত সমস্যা দেখা দেওয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। জানা যায়, ফুসফুস ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি প্রণব মুখার্জি ছিলেন কোমায়। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ এবং কিডনির অকার্যকারিতার চিকিৎসা ঠিকঠাক চলছিল তার। ছিলেন ভেন্টিলেটর সাপোর্টে। তার শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল। Related posts:দুর্বৃত্তদের আগুনে পুড়ল আ.লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের বাড়িলকডাউন নারায়নগঞ্জ সিটিব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ হাজার মসিজদে একাধিক জামাতে ঈদের নামাজ Post Views: ৬২৮ SHARES আন্তর্জাতিক বিষয়: