বিজয়নগর ভ্রাম্যমাণ আদালত জরিমান

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় – পরিবেশ দূষণকারী প্লাস্টিকের মুড়ক বর্জন পচনশীল পাটজাত পণ্য মুড়ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আজ সোমবার ২৪ শে আগস্ট ২০২০ দুপুর ১২.০০ টায় উপজেলার চান্দুরা ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাতের দিকনির্দেশনায় সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জনাব মোঃ মাহবুবুর রহমান, মোবাইল কোর্ট পরিচালনাকরে, পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ ভঙ্গ করায়, “বি বাড়িয়া অটো রাইস মিল” মালিককে ৫০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এবং স্বাস্হ্যবিধি মেনে মাস্ক পরিধান না করায়, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এ ০৪ জনকে ১০০০/- টাকা জরিমানা করা হয়। পাটজাত পণ্য ব্যবহার নিশ্চিত করতে এবং সংক্রমণ রোগ প্রতিরোধে মাক্স ব্যবহার নিশ্চিত করতে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।