নাসিরকে বাদ দিয়ে নওফেলকে সভাপতির দায়িত্ব বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০ চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়ে জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ১৩ আগস্ট জারি করা এক আদেশে তাকে এ মনোনয়ন দেয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হলো। উল্লেখ্য, আ জ ম নাছির উদ্দীন এই দায়িত্ব পালন করে আসছিলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বিদায় নেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে আ জ ম নাছির উদ্দীনকে। দেশের আটটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সাতটির ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় সংসদ সদস্যরা। শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছিল ব্যতিক্রম। চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই দায়িত্বে ছিলেন। Related posts:আওয়ামীলীগ সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরীভৈরবের ২৩০ বস্তা ধান কসবা থেকে উদ্ধার ॥ বিশেষ ক্ষমতা আইনে মামলাপুলিশপ্রধানের দায়িত্ব নিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন Post Views: ৫৩৮ SHARES আইন-আদালত বিষয়: