বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নার ভাতিজা হেলাল মিয়ার ড্রেজার মেশিন বিকল করে সহযোগীকে ৫০হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন বিকল, ৫০ হাজার টাকা জরিমানা বিজয়নগর নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার পাহাড়পুর ইউপির তোফায়েল নগর বাজার সংলগ্ন লৌহর নদী ও নদী সংলগ্ন কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন খবরে বিজয়নগর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধ্বংসসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে সংশ্লিষ্টদের। আজ মঙ্গলবার (১৮ আগষ্ট ) বিকালে তোফায়েল নগর বাজার সংলগ্ন লৌহর নদী ও নদী সংলগ্ন কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর প্রশাসন জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নার ভাতিজা হেলাল মিয়ার দুইটি ড্রেজার মেশিন জব্দ করে বিকল করেন। পরে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ জনৈক সেলিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবর রহমান বলেন, সরকারি ইজারা পয়েন্ট ছাড়া কেউ অন্য কোনো জায়গা থেকে বালু উত্তোলন করলে প্রশাসন সেখানে অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।