বিজয়নগরে সাতগাও রুপসী বাংলা যুব স্পোটিং ক্লাবে জাতীয় শোক দিবস পালিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২০ জাতীয় শোক দিবস পালিত আজ জাতীয় শোক দিবস উপলক্ষে চান্দুরা ইউনিয়ন এর সাতগাও রুপসী বাংলা স্পোটিং ক্লাব আয়োজনে আমতলী বাজারে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা সভাপতিত্ব ক্লাবে সভাপতি মো কাউসার মিয়া উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চান্দুরা ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী উক্ত অনুস্টানে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী সোহেলপ্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন অগ্রনী ব্যাংক সি বি এ সভাপতি আবুল মোবারক রাকেস রন্জন কর উক্ত আলোচনা সভা পরিচালনা করেন লিটন দেব উক্ত বক্তবা বলেন জাতির জনকের সৃষ্টি না হলে বাংলাদেশ হতো না জাতির জনকের নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছে বলেই আজকে আমরা সুফল ভোগ করছি অবিলম্বে জাতির জনক হত্যা মামলা ফাঁসির আসামিদের দেশে ফিরিয়ে এনে দেশে ফিরিয়ে আনা রায় কার্যকর করার দাবি জানান Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় মানুষের নিরাপদে ঘুমানোর অধিকার নিশ্চিত করব: আইজিপিবিশিষ্ট ব্যাবসায়ী হাজী আব্দুল জব্বার আর নেইঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা রক্ষার দাবি Post Views: ৫০২ SHARES আন্তর্জাতিক বিষয়: