আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং করোনা সংক্রমণ রোধে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়াল জুম এ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা খাঁন। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, ২৫ বিজিবি’র সিও লে. কর্নেল মোঃ ইকবাল হোসেন, ৬০ বিজিবি’র সিও লে. কর্নেল এস এম মেহেদী হাসান পিএসসি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সিভিল সার্জন ডাঃ মোঃ একরামুল্লাহ্, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট রহুল আমিন, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সী, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার, প্রেসক্লাব সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা খাঁন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা- কর্মচারী ও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সার্বিক সহযোগিতায় সুন্দর, শান্তিপূর্ণ ঈদুল আযহা উদযাপন হওয়ায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আগামীতেও জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ প্রণীত যে সকল নীতিমালা প্রণয়ন হয়েছে তা বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা করতে হবে। এছাড়াও তিনি আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি অনুস্মরণ করে শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহবান জানান Related posts:মোবারক আলী চৌধুরীর মৃত্যুতে র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি র শোক প্রকাশপ্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে একদিনের জাতীয় শোক ঘোষণাব্রাহ্মণবাড়িয়ায় জনচলাচলের স্থান ও রাস্তার পাশে ঘুড়ি উড়ানো নিষিদ্ধ Post Views: ৪৮৫ SHARES আইন-আদালত বিষয়: