চান্দুরায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

বিজয়নগর নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন ২নং ওয়ার্ডে বন্যাপ্লাবিত গ্রাম পাঁচপীর দরগাবাড়ি পরিদর্শন সহ কিছু পরিবার মাঝে নগদ অর্থ বিতরণ করেন, সাবেক চট্রগ্রাম সিটি কলেজের ভিপি. বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের- যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম চৌধুরী (সুহেল)। বুধবার (৫আগষ্ট) সকাল ১১সময় ব্রাহ্মণবাড়িয়া- (৩)আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির-সভাপতি, যোদ্বাহত বীর মুক্তিযোদ্ধা, র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী-এমপি’র পক্ষ থেকে পানিবন্দী পরিবারকে নগদ অর্থ প্রদান করেন, মোঃ জহিরুল ইসলাম চৌধুরী (সুহেল)। জহিরুল ইসলাম চৌধুরী সুহেল বলেন, আমাদের প্রিয়নেতা, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি. মহোদয়ের নির্দেশে আজ কিছু বন্যাপ্লাবিত পরিবারের মাঝে নগদঅর্থ বিতরন করেছি। এই দুঃসময়ে, দুর্যোগে আওয়ামীলীগ জনগণের পাশে আছে। করোনা ভাইরাস ও বন্যা-দুর্যোগপূর্ণ মুহূর্তে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান’দের অনুরোধ জানাচ্ছি। আপনারা আপনাদের আশেপাশে যতটুকু পারেন সহযোগিতা করেন। তাহলে আমাদের আশেপাশে কেউ সমস্যা’য় থাকবে না। আপনার একটু সহযোগিতা জন্য, একটা মানুষের চলার পথকে সহজ করে দিবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা বিজয়নগর আওয়ামীলীগ পরিবার চেষ্টা করে যাচ্ছি, যত টুকু পারি। বন্যার কারনে এখন কিছু পরিবার ও সাধারন মানুষ পানিবন্দী হয়ে পড়ায় তাদের খাবার সংকট দেখা দিয়েছে এমন কথা চান্দুরা যুবলীগের সভাপতি,আমিনুল হক (আপন) এর মুখে শুনেই ছুটে যান মোঃ জহিরুল ইসলাম চৌধুরী (সুহেল)। এসময় উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃজহিরুল ইসলাম চৌধুরী (সুহেল),চান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক, শামছু জামান, বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পদক, মোঃমুখলেছুর রহমান(লিটন), চান্দুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, আমিনুল হক (আপন), বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, শেখ এমরানুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা, মোঃহাদিস মিয়া, মাইনুল ইসলাম।