বিজয়নগরে নির্যাতন সহ্য করতে না পেরে তরুণীর আত্মহত্যা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ বিজয়নগর নিউজ।।বিজয়নগর উপজেলার চান্দুরা ইউ পির সাতগাও এলাকায় নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে এক তরুণী আত্মহত্যা করে গত ২৩/৭/২০ইং সাতগাও নামর বাড়ীতে ঘটনাটি ঘটে। ঘটনার মূল অভিযুক্তের বাড়ি বিজয়নগর উপজেলার সাতগাওগ্রামে। ঘটনা সুএে জানা যায় ১নং আসামী সাতগাওগ্রামের ফুল মিয়ার পুএ শান্ত ও ২নং আসামী একই গ্রামের ফয়েজ মিয়ার পুএ হুমায়ুন মিয়া ২২/৭/২০ইং রাতে ঝুমা আক্তার কে কৌশলে ডেকে নিয়ে যায় এবং ঝুমা আক্তারকে কুপ্রস্তাব দেয় এতে ঝুমা আক্তার রাজী না হলে তাকে ১ও২নং আসামী গন তাকে শাররীক ভাবে আঘাত করে এবং টর্সলাইট দিয়ে মাথায় আঘাত করিলে সে মাটিতে লুটাইয়া পরে এবং অজ্ঞান য়ায় এ সময় সাতগাঁও গ্রামের নান্নু মিয়ার পুত্র জুনায়েদ কুদ্দুস মিয়ার পুত্র কাইয়ুম মিয়া মোবারক মিয়ার পুত্র কালা মিয়া রফিক এর বাড়ীর নিকট ঝুমা আক্তারকে মাটিতে পড়ে থাকতে দেখে ঝুমা আক্তারের মামা লিটন মিয়া কে ডেকে আনে এবং লিটন মিয়া ঝুমা আক্তারকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে সেবা-শুশ্রূষা করে গান ফিরে এলে গান তার জ্ঞান ফিরে এলে সে এলাকার সরদার মাতব্বরদের সম্মুখে উক্ত ঘটনার বিবরণ দেয় এবং মাতব্বর গন উক্ত ঘটনা পরে দেখিবে বলিয়া চলিয়া যায় পরদিন সকালে ঝুমা আক্তার উক্ত অপমান নির্যাতন সহ্য করতে না পেরে লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে উক্ত ঘটনায় ঝুমা আক্তারের নানা নানা দুই জনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা করেছেন। মামলা করার পর হইতে ১ও ২নং আসামী পলাতক রয়েছে মামলার পর হইতে আসামির পিতাসহ বিভিন্নভাবে বাঁদিকে হুমকি দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এ ব্যাপারে, । বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, অভিযুক্তদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। Related posts:বিজয়নগর মাদক সহ এক ব্যাবসায়ী আটকমোবারক আলী চৌধুরীর মৃত্যুতে র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি র শোক প্রকাশআগামী ১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে Post Views: ৫২৮ SHARES আইন-আদালত বিষয়: