বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াছিন আরাফাতের শুভেচ্ছা

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২০

ব্রাহ্মণবাড়ীয়া বিজয়নগর.উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার – কে এম.ইয়াসির অারাফাত এর পক্ষ হতে উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল আযহা বা কোরবানি ঈদের শুভেচ্ছা ও মুবারকবাদঅাত্মত্যাগের মহিমায় উদ্বেলিত হোক এবারের ঈদ। অনাবিল সুখ,শান্তি ও ত্যাগের আনন্দে বিমোহিত হোক – এ জনপদের প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার।একালের সর্বসেরা মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে আরো এক কঠিন পরিস্থিতির মুখোমুখি বন্যার কড়াল গ্রাস ছেয়ে গেছে সারাদেশ, এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও বছর ঘুরে আসলো মুসলিমের দ্বিতীয় প্রধান উৎসব ঈদুল আযহা কোরবানির ঈদ বা খুশির দিন। নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে পবিত্র ঈদুল অাযহার নামাজ খোলা মাঠের পরিবর্তে মসজিদে মুখে মাক্স পরে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদের সালাত অাদায় করার জন্য সকলকে বিনীত অনুরোধ করছি। কোরবানি প্রাণীর বর্জ্য নিরাপদ দুরত্বে পুতে ফেলুন।পরিবেশ দূষণ প্রতিরোধ করুন। নিজে সুস্হ থাকুন – পরিবারকে সুস্হ রাখুন – দেশকে নিরাপদ রাখুন। এই প্রত্যাশায় – ঈদ মুবারক।