মাসুম বিল্লার মুক্তির দাবিতে বিজয়নগরের ছাত্রলীগের সমাবেশ

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ্কে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বুধবার (২৯ই জুলাই) দুপুরের দিকে জেলায় শহর, সরাইল ও বিজয়নগরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়, মেড্ডা বাসস্ট্যান্ড ও সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে। এছাড়াও শহরের হাসপাতালের সামনের সড়কে এম্বুলেন্স সমিতির মাসুম বিল্লাহর সমর্থকেরা বিক্ষোভ করে। এসময় মাসুম বিল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়ে তার সমর্থকরা বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ্কে ষড়যন্ত্রমূলক ভাবে মাদক দিয়ে ফাসিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ দেখিয়ে মিথ্যা মামলার ফাঁসানোর দাবি করেন। তারা ছাত্রলীগ নেতার মুক্তি দাবী জানান। নাটকীয়তার ভিত্তিতে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ই জুলাই) সরাইল কুট্রাপাড়ায় ৬বোতল ফেন্সিডিল রাখার অভিযোগে মাসুম বিল্লাহকে তার সহযোগী সহ আটক করা হয়। এসময় সরাইল থানার এএসআই আলাউদ্দিনের সাথে ধস্তাধস্তি করার অভিযোগ উঠে সাবেক ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহর বিরুদ্ধে৷ এই ঘটনায় পুলিশের উপর হামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাসুম বিল্লাহ ও তার সহযোগীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাসুম বিল্লাহকে গ্রেপ্তারের প্রতিবাদে বিজয়নগর উপজেলা ছাত্রলীগ ঢাকা-সিলেট হাই ওকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাগর এমদাদ সাগর উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক কামরুল হাসান সরকার জেলা ছাত্রলীগের সাবেক নেতা কাজী আশিকুল ইসলাম প্রবাসী আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম মঞ্জু যুবলীগ নেতা আলী আজগর ছাত্রলীগ নেতা আসিফ মান্না বিভিন্ন নেতৃবৃন্দ সবাই অবিলম্বে মাসুম বিল্লার মুক্তির দাবি করে সরাইলের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপসারণ দাবি করে এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মারা বিএনপি-জামাতের সদস্যদেরকে চিহ্নিত করার জোর দাবি জানান