বিজয়নগরে মাদক সহ দুই নাড়ী আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০ ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারে করে ফেন্সিডিল বহন করার সময় ২ নারীকে আটক করছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে জেলার বিজয়নগর উপজেলার ফুলতুলির মোড়ে আভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর বেপারী বাড়ির মিজানুর রহমানের স্ত্রী কুলসুম বেগম (৩৫) ও ওই এলাকার সুরুজ মিয়ার মেয়ে ময়না বেগম (২৬)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানায়, অভিযানে ২শত ৭৫ বোতল ফেন্সিডিলসহ তাদের ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। Related posts:!আখাউরা চিরকুট লিখে স্কুলছাত্রের আত্মহত্যাবিজয়নগরে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক৬ ই ডিসেম্বর বিজয়নগর মুক্ত দিবস Post Views: ৫৬১ SHARES আইন-আদালত বিষয়: