২২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩জন গ্রেফতার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

নবীনগর থানা অফিসার ইনচার্জ প্রভাস চন্দ ধরের নের্তৃত্বেএসআই/জুয়েল সরকার, এসআই/রুবেল ফরাজী, এসআই/আনিসুজ্জামান, এএসআই/জহিরুল ইসলাম নবীনগর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১. শফিকুল ইসলাম (৪০), পিতা- মৃত আব্দুর রউফ প্র: রূপ মিয়া স্থায়ী : গ্রাম- আলীয়াবাদ, উপজেলা/থানা- নবী নগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ ২. বিপ্লব মিয়া (৩৮), পিতা- সামসুজ্জামান (মোহন মিয়া ) স্থায়ী : (সাং- আলীয়াবাদ) , উপজেলা/থানা- নবী নগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ ৩. শামসুল হুদা (৩৪), পিতা- মৃত আঃ রূপ মিয়া স্থায়ী : গ্রাম- নবীনগর (হাসপাতাল পাড়া) , উপজেলা/থানা- নবী নগর, ব্রাহ্মণবাড়িয়াদেরকেগতকাল ইব্রাহিমপুর বাজার এলাকা হইতে রাত ঘটিকার সময় ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এই সংক্রান্তে নবীনগর থানার মামলা নং-২০, সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক) রুজু পূর্বক আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।