ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই খুন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে গিয়ে আসামির ছুরিকাঘাতে আমির হোসেন (৩৫) নামে পুলিশের এক এএসআই খুন হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে। আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলা সদরের দিয়ারচর গ্রামের মোনতাজ আলীর ছেলে। এ সময় মণি শঙ্কর চাকমা নামে থানার অপর এক এএসআই আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে সহকর্মী মণি শঙ্করকে নিয়ে অভিযানে যান এএসআই আমির হোসেন। চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে তিনি ধারালো অস্ত্র দিয়ে আমির ও মণি শঙ্করের উপর আক্রমণ করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আমিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ.বি.এম মুসা বিজয়নগর নিউজকে জানান, হাসপাতালে আনার আগেই এএসআই আমিরের মৃত্যু হয়েছে। তার বুকের দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের (ইন্টারনাল হেমার্যাজ) কারণেই আমিরের মৃত্যু হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বিজয়নগর নিউজকে বলেন, আসামি ধরতে যাওয়ার পর হঠাৎ করে ছুরিকাঘাত করেছে আসামি। এতে এএসআই আমিরের মৃত্যু হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, আসামি ধরার জন্য এলাকায় পুলিশি অভিযান চলছে। Related posts:দেওয়ান খান খাদেম এর অকাল মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোকপ্রকাশএমপি অসীম-অপু উকিল দম্পতির বাসায় ফিরেছেনবিজয়নগরে নৌ পথে নৌ- দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা Post Views: ৫৯৫ SHARES জাতীয় বিষয়: