ঈদে ৪ জেলায় যাতায়াত বন্ধে চিঠি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী ভাইরাস করোনার বিস্তার রোধে পবিত্র কোরবানির ঈদের ছুটিতে দেশের চারটি জেলায় যাতায়াত বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে অনুরোধ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখতে অনুরোধ করা হচ্ছে। কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে বুধবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই অনুরোধ করা হয়েছে। চিঠিতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে কোভিড-১৯ সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। এ অবস্থায় এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মহামারি করোনার অধিক সংক্রমিত এই চার জেলার বিভিন্নস্থান লকডাউন করা হয়েছে। এমনকি এসব জেলার বিভিন্ন অংশে চলাচলও সীমিত করা হয়েছে। Related posts:প্রসঙ্গ : একজন নাসিমা মুকাই আলীবিজয়নগরে জেল হত্যা দিবস পালনব্রাহ্মণবাড়িয়ায় ১১ ছাত্রনেতার নবম মৃত্যুবার্ষিকী পালিত Post Views: ৫৩৭ SHARES জাতীয় বিষয়: