বাঞ্ছারামপুর_উপজেলা_সমাজসেবা_______অফিসার_মোঃজহিরুল_ইসলাম______করোনায়_আক্রান্ত।

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

#বাঞ্ছারামপুর_উপজেলা_সমাজসেবা_______অফিসার_ ও বিজয়নগর উপজেলার সাবেক সমাজ সেবা কর্মকর্তা মোঃজহিরুল_ইসলাম______করোনায়_আক্রান্ত। মহামারি করোনা ভাইরাসের সেই প্রথম লগ্ন থেকেই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন বাঞ্ছারামপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম। জীবনের ঝুঁকি নিয়েই তিনি মাঠ পর্যায় থেকে কাজ করে গিয়েছেন। করোনার সময়ে ত্রাণ বিতরণ করেছেন ট্যাগ অফিসার হিসেবে আইয়ুবপুর ইউনিয়নে। নিজ মন্ত্রণালয়ের ত্রাণও বিতরণ করেছেন গরীব অসহায় মানুষদের। তিনি ত্রাণ বিতরণে অগ্রনী ভূমিকা পালন করেছেন। তিনি প্রতিবন্ধীদের ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি প্রতিটি ইউনিয়নে নিজে গিয়ে ইউনিয়ন চেয়ারম্যানদের সহযোগিতায় তা বিতরণ করেন। তিনিই প্রথম খোলা আকাশের নিচে ভাতা বিতরণের চালু করেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন