কমরেড হায়দার আকবর খান রনো করোনায় আক্রান্ত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০ বিজয়নগর নিউজ।। বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক কমরেড হায়দার আকবর খান রনো কভিড আক্রান্ত। তিনি গত চারদিন যাবৎ জ্বরে ভুগছেন। আজ করোনা পরীক্ষার ফলাফলে তিনি আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। আজ সকাল থেকে তার শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রী। তিনি পূর্ব থেকেই সিওপিডি তে ভুগছেন। সুস্থ্য অবস্থাতেই তাকে অক্সিজেন সহায়তা নিতে হয়। কমরেড রনো তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ অথবা সুহৃদ চিকিৎসকদের দ্বারা পরিচালিত হেলথ এন্ড হোপ হাসপাতাল এ ভর্তি হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংকট আছে। তিনি কোন ধরনের তদবিরের ঘোর বিরোধী মনোভাব পোষণ করেন। তার স্বজন ও সহযোদ্ধারা চিকিৎসার বিষয়ে তৎপর রয়েছেন। পার্টির একজন নেতৃস্থানীয় কমরেডসহ দুজন তার বাসায় অবস্থান করছেন। পার্টির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তার চিকিৎসার বিষয়ে সার্বিক তদারকি করছেন। আমরা বিশ্বাস করি সকলের ভালোবাসায় কমরেড রনো দ্রুত আরোগ্য লাভ করবেন। Related posts:সাবেক এমপি লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুবার্ষিকী আজশত্রুর বন্দুকের মুখে তিন দশক, এনআরসি জানাল তিনি ‘বিদেশি’শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: জাতিকে এর খেসারত দিতে হবে Post Views: ৫৪৯ SHARES আন্তর্জাতিক বিষয়: