সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপি’র শোক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০ বিজয়নগরনিউজ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক মহাপরিচালক, বরেণ্য ইসলামিক চিন্তাবিদ, আলহাজ্ব সামীম মুহাম্মদ আফজালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ইফার বোর্ড অব গভর্নর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এক শোকবার্তায় মোকতাদির চৌধুরী এমপি বলেন, সামীম মোহাম্মদ আফজাল ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন প্রাজ্ঞ ইসলামিক চিন্তাবিদ ও জেলা জজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর নেতৃত্বে সংগঠিত প্রতিরোধ যুদ্ধে আমিসহ আওয়ামী লীগের যেসকল নেতারা অংশগ্রহণ করেছিলেন তাদের সঙ্গে সামীমম মোহাম্মদ আফজালও ছিলেন। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে কাজ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান সামীম মোহাম্মদ আফজালের অকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উল্লেখ্য, সাবেক জেলা জজ সামীম মোহাম্মদ আফজালকে ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তার মেয়াদ বাড়ানো হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ হলে তিনি অবসরে যান। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক থাকাকালে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক পদেও নিয়োগ পেয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা সামীম মোহাম্মদ আফজাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক (এলএলবি) এবং স্নাতকোত্তর (এলএলএম) সম্পন্ন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর কাদের সিদ্দিকীর নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধে উবায়দুল মোকতাদির চৌধুরীর সহযোদ্ধাদের সঙ্গে সামীম মোহাম্মদ আফজালও অংশগ্রহণ করেন। তিনি প্রায় ২৫ বছর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১০ বছরের বেশি সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যান। Related posts:সাত দিনেও যোগাযোগ হয়নি জলদস্যুদের সাথেবিজয়নগরে যমুনা গ্রুপের কর্ণধার নুরুল ইসলামের মৃত্যবার্ষিকী ও দোয়ার মাহফিল পালিতজেলা ছাত্র মৈত্রী ও যুব মৈত্রী'র অবস্থান কর্মসূচি Post Views: ৫৮৭ SHARES আন্তর্জাতিক বিষয়: