প্রবীন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী চলে গেলেন না ফেরার দেশে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২০ করোনায় আক্রান্ত হয়ে দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী মারা গেছেন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামাল লোহানীর পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন ৮৬ বছর বয়সী প্রবীণ এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। গত ১৮ মে ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে কামাল লোহানীকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৭ জুন সকালে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার হাতেখড়ি কামাল লোহানীর। এর পর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে ছিলেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব। উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কামাল লোহানী উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা। Related posts:বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতএমদাদ সাগরকে বিজয়নগর উপজেলা ছাএলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় মামলা, গ্রেফতার ৫ Post Views: ৬৪৯ SHARES আন্তর্জাতিক বিষয়: