হুমায়ুন কবীর ভুইয়ার মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ সিংগারবিল ইউনিয়নের মিরাসানী গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব হুমায়ুন কবীর ভূইয়া (বিজয়নগর উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারন সম্পাদক, প্রভাষক:এনামুল কবীর সুমন ভাইয়ের বাবা,এবং বিজয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তইমন ভুইয়ার বাবা) গত রাত ২.০০ টার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃনাল চৌধুরী লিটন এক বিবৃতিতে জনাবহুমায়ুন কবীর ভূইয়া এর মৃর্তুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান Related posts:কবি আফরোজা আরফির কবিতাবিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জাহাজ চলাচল ব্যবস্থা সহজ হচ্ছেকরোনা নিয়ে র আ ম উবাইদুল মোক্তাদিরচৌধুরী এম পি আহবান Post Views: ৫৯৩ SHARES জাতীয় বিষয়: