মেয়র কামরানের মৃত্যুতে উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি শোক প্রকাশ

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতি য় সংসদ সদস্য বিমান ও পর্যটন মন্তনালয় সংসদীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মন বাড়ীয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি শোকবার্তায় বলেন, প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেটের উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন সেজন্য মানুষ তাকে সবসময় মনে রাখবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ নেতা হারালো। স্বীয় কর্মের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কামরান গণমানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।