ঢাকা সহ ছয় জেলা প্রশাসক বদলী হচ্চেন

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

পদোন্নতি পাওয়ার প্রেক্ষিতে ঢাকাসহ ৬ জেলা প্রশাসককে বদলি করা হচ্ছেন। এই সমস্ত জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে। আজ ছুটির দিনেও সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপসচিব থেকে যুগ্ন সচিব পদে পদোন্নতি দিয়েছেন ১২৩ জন সরকারী কর্মকর্তাকে। আর এই কর্মকর্তাদের মধ্যে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ৬ জন। সাধারণত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন উপ সচিব পর্যায়ের কর্মকর্তারা।উপসচিব পদে দায়িত্ব পাওয়ার কারণে তাদেরকে ওই দায়িত্ব থেকে সরে যেতে হবে। সেখানে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে। যেসব জেলা প্রশাসকরা পদোন্নতি পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ শরীফ খান, মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক। পদোন্নতি পাওয়ার ফলে তাদের স্থলে শীঘ্রই নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।