ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার থেকে বেসরকারিভাবে হচ্চে করোনাভাইরাস পরীক্ষা, ফি ৩৫০০ টাকা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ করোনাভাইরাস পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় ল্যাব স্থাপন করছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল। বেসরকারি এই মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবই হবে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম করোনা পরীক্ষার ল্যাব। মঙ্গলবার (১০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নমুনা সংগ্রহ করা হলেও পিসিআর ল্যাব না থাকায় সংগৃহীত নমুনাগুলো ঢাকায় পাঠানো হয়। নমুনা পাঠানোর তিন থেকে পাঁচদিন পর রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে। ডা. মো. আবু সাঈদ বলেন, ল্যাব স্থাপনের কাজ শেষ পর্যায়ে। আজকের মধ্যে কাজ সম্পন্ন করতে পারলে বৃহস্পতিবার থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু করতে পারব বলে আশা করছি। দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। সরকার নির্ধারিত ফি সাড়ে তিন হাজার টাকায় করোনাভাইরাস পরীক্ষা যাবে।তবে সরকার যদি পরীক্ষার কিট সরবরাহ করে তাহলে ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য ফ্রিতেও পরীক্ষা করার ইচ্ছা তাদের রয়েছে বলে জানান তিনি। Related posts:আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনবিজয়নগরে জমির বাঁধ ভেঙে দেওয়ায় ফের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং পাঁচ বাড়িতে আগুন‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলেন বিজয়নগরে ১৩৫ টি পরিবার Post Views: ৬০৭ SHARES জাতীয় বিষয়: