তথ্য সচিব এর পিতার মৃত্যুতে র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এমপির শোক প্রকাশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২০ তথ্যসচিব কামরুন নাহারের পিতা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের শ্বশুর মোহাম্মদ ইউনুস ইন্তেকালকরেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বলে জানান তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ। তিনি পাঁচ কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ ইউনুস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন মোল্লা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। Related posts:মফস্বলে সাংবাদিকদের খাটো করে দেখার কোন সুযোগ নেই…… আহসানুল হক আসিফ৬৮ বীর মুক্তিযোদ্ধাকে একই রংয়ের পোশাক পরিয়ে সংবর্ধনাবীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টুর মৃত্যুতে প্রেসক্লাব বিজয়নগর এর শোক Post Views: ৬৬০ SHARES জাতীয় বিষয়: