চান্দুরায় একে এম জহিরুল হাসান রয়েলএর মানবিক সাহায্য বিতরন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ আজ বিজয়নগর উপজেলা র চান্দুরা ইউনিয়ন এর চান্দুরা সৃর্য তরুন ক্লাব এর সভাপতি একে এম জহিরুল হাসান রয়েলের ব্যাক্তিগত উদ্যোগে করুনা ভাইরাসের কারণে আক্রান্ত চান্দুরা ইউনিয়নের চান্দুরা মহাদেব আখরায় ও চান্দুরা ডাক বাংলার সামনে শাররীক দুরত্ব বজায় রেখে হতদরিদ্র দিনমজুর ৪৫০ টি পরিবারের মাঝে চাউলো ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মানবিক সাহায্য হিসাবে প্রদান করা হয় উক্ত মানবিক সাহায্য প্রদান কালে উপস্থিত ছিলেন এ কে এম জহিরুল হাসান রয়েল প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুখলেসুর রহমান লিটন চান্দুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম আপন কামরুল হাসান সোহেল মো খোকন মিয়া আবিদ হাসান মো হাদিস মিয়া গ্রামের যুব সমাজের নেতৃবৃন্দ মানবিক সাহা্য্য বিতরন কালে এ কে এম জহিরুল হাসান রয়েল এই উদ্দোগ নিয়েছি আপনাদের সন্তান হিসাবে আগামীতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করে ন Related posts:আল নাহিয়ানখান ও লেখককে পূর্নাঙ্গ দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনামন্ত্রী হিসাবে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী-এমপি’র নাম প্রস্তাব।৫ আগস্ট শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী। Post Views: ৬১৮ SHARES জাতীয় বিষয়: