বিজয়নগরে হোম কোয়ারান্টাইনে ওয়ার্কার্স পার্টির মিষ্টি ও ফল বিতরণ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২০ বিজয়নগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা হাসপাতালে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারাইনটাইনে করোনা ভাইরাসের কারনে অবস্থানরত ৫৫ জনের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিল্পবী সভাপতি,ডাকসুর সাবেক ভিপি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপির পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে মিস্টি ও ফল বিতরন করা হয়েছে। আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে সকাল ১১টায় বিজয়নগর ওয়ার্কার্স পার্টির নেতা সন্জয় রায় পোদ্দার, শ্রমিক নেতা সাহিন শাহ,অপূর্ব দেব, কাউসার আলম মিষ্টি ও ফল ৫৫ জনের হাতে উপহার হিসাবে তুলে দেন। নেতৃবৃন্দ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ভাইরাসকে পরাস্ত করার আহবান জানান। নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সহ সরকারি কর্মকর্তাদের হোম কোয়ারাইনটানে অবস্থানরতদের সাথে তাদের দায়িত্বশীল আচরনের প্রংশ্রসা করেন। এসময় উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ভিডিও কনফারেন্সে ৫৫ জনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁদের খোজ খবর নেন। হোম কোয়ারাইনটানে অবস্থানরতরা তাঁদের খোজ নেয়ার জন্য ধন্যবান জানান। Related posts:সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিসেস নায়ার কবিরই নৌকার মাঝিতিস্তা মহাপরিকল্পনা” বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আ’লীগ নেত্রীর দুই কান কেটে স্বর্ণালঙ্কার লুট Post Views: ৪২৮ SHARES জাতীয় বিষয়: ওয়ার্কার্স পার্টিবিজয়নগরবিতরণমিষ্টি