বিজয়নগরে তিন শতাধিক অসহায় কর্মহীন মানুষের মধ্যে ওয়ার্কার্স পার্টির ঈদ উপহার সামগ্রী বিতরণ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২০ বিজয়নগর নিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিল্পবী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও মেহনতি মানুষের লড়াই সংগ্রামের প্রতিক জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপির এর পক্ষ থেকে আজ শনিবার বিজয়নগরে করোনাভাইরাসের কারনে কর্মহীন পার্টির কর্মী, সমর্থক,দরদীসহ সাধারন তিন শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী এবং নগদ ৪৭ হাজার টাকা বিতরন করা হয়। উপজেলার বিভিন্ন স্থানে এসব বিতরন করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী।এসময় তার সাথে ছিলেন জেলা কমিটির সদস্য সঞ্জয় পোদ্দার, দুলাল মিয়া, আয়েত আলি,অপূর্ব দেব,শ্রমিক নেতা সাহিন শাহ, কাউসার আলম,সুদিপ পাল প্রমুখ। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য টেলিকনফারেন্সে কমরেড রাশেদ খান মেনন দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়ে সকলকে ঈদ শুভেচ্ছা জানান। তিনি দুর্যোগকালিন সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান। একই সাথে সরকারের পাশাপাশি রাজনৈতিক দল,সামাজিক সংগঠনসহ বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির পক্ষে এধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে দীপক চৌধুরী বাপ্পী জানান। এছাড়া তিনি সকলকে ঈদ শুভেচ্ছা জানান। Related posts:সরাইলে হেফাজতের হামলার নেতৃত্ব দেন আ’লীগ সভাপতির তিন ছেলে!৬১ জন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধের প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধনব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু Post Views: ৬১৮ SHARES জাতীয় বিষয়: অসহায়ঈদ উপহারওয়ার্কার্স পার্টিকরোনাবিজয়নগরমানুষ