ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৭জনের করোনা সনাক্ত

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

বিজয়নগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও ৭জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। এতে জানা যায়, ঢাকা থেকে শনিবার আসা পিসিআর রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৭জনের পজিটিভ এসেছে। এরমধ্যে নবীনগরের ৩জন, কসবার একজন, বিজয়নগরে এক গার্মেন্টস কর্মী, সদরে একজন ও সরাইলের একজন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪১জন। আর মারা গেছেন দুইজন।