জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি শোক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিমান ও পর্যটন মন্তনালয় সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়। এক শোকবার্তায় মোক্তাদির চৌধুরী এম পি বলেন, দেশে শিক্ষা, সাহিত্য, গবেষণায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান অসামান্য অবদানে রেখেছেন। দেশ ও জাতির জন্য তার অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এরআগে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল পৌনে ৫টার দিকে এই বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষাসংগ্রামী, মুক্তিযোদ্ধা ও জাতীয় অধ্যাপক রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ পেয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। নিজের বর্ণাঢ্য কর্মজীবনে নানা সফলতা পেয়েছেন এ গুণী শিক্ষক। তিনি মওলানা আবুল কালাম আজাদ ইন্সটিটিউট অব এশিয়ান স্টাডিজ (কলকাতা), প্যারিস বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো ছিলেন। এছাড়াও অধ্যাপক আনিসুজ্জামান নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমীর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি প্রত্যক্ষভাবে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ভাষা আন্দোলন, রবীন্দ্র উচ্ছেদবিরোধী আন্দোলন, রবীন্দ্র জন্মশতবার্ষিকী আন্দোলন এবং ঐতিহাসিক অসহযোগ আন্দোলনে তিনি সম্পৃক্ত ছিলেন। Related posts:ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনের কারা নির্যাতিত নেতা আবদুল্লাহ্ আল বাকী’র ইন্তেকালপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের তালিকা প্রকাশ করলেন মনির চেয়ারম্যানসাংবাদিক পীর হাবিব ও নঈম নিজামের ব্যাংক হিসাব তলব Post Views: ৬২৬ SHARES জাতীয় বিষয়: